en

জোয়ার ভাটা শক্তির ব্যবহার কীভাবে নিশ্চিত করা যায়?

উত্তর(১):- জোয়ার ভাটা একটি প্রাকৃতিক ঘটনা। জোয়ার এবং ভাটার ফলে সৃষ্ট স্রোতকে কাজে লাগিয়ে টারবাইন ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায়। জোয়ারের পানি সংরক্ষণ করে কৃষি কাজে সেচ দেয়া যায়। জোয়ারের পানি সংরক্ষণ করে লবণ উৎপাদন করা একটি প্রাচীন পদ্ধতি। তাছাড়া জোয়ারের টানে নদীর ময়লা আবর্জনা সাগরে গিয়ে পরে ফলে জনবসতি পরিস্কার থাকে। বাংলাদেশে জোয়ারের সময় পানি বাড়ার সময় জাহাজ বন্দরে আসে এবং আবার জোয়ার এলে সাগরে চলে যায়।

আরও জানুন:-

কপিরাইট © ২০১৮ রংতুলি চয়েস ইনফো